মগবাজারে আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যুপুনর্গঠন হচ্ছে নির্বাচন কমিশনবিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপিইসরায়েলের হামলায় গাজায় ক্ষুধার্ত ত্রাণপ্রার্থীসহ নিহত আরও ৭২জাতীয় ঐকমত্যের সংলাপে নতুন অগ্রগতি নেই
No icon

ইসরাইল  যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলে হামাসও বসে থাকবে না

হামাসের রাজনৈতিক ব্যুরোর সিনিয়র সদস্য মোহাম্মদ নাজ্জাল জানিয়েছেন, গাজায় দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনে ইসরাইল তাদের সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েই আলোচনার মাধ্যমে সমঝোতার পথ বেছে নিতে বাধ্য হয়েছে। ইসরাইল এই যুদ্ধে তিনটি মূল লক্ষ্য নির্ধারণ করেছিল। সেগুলো হলো- জিম্মিদের মুক্তি, হামাসের প্রতিরোধ ক্ষমতাকে গুড়িয়ে দেওয়া এবং গাজা পুরোপুরি দখল করা।

মোহাম্মদ নাজ্জালের মতে, ইসরাইল তার এই লক্ষ্যগুলো অর্জন করতে পারেনি। তিনি বলেন, ‘তারা সামরিক অভিযানের মাধ্যমে বন্দিদের মুক্ত করতে পারেনি এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে নিতে বাধ্য হয়েছে’। রোববার গাজায় যুদ্ধবিরতি কার্যকরের অংশ হিসেবে প্রথম পর্যায়ের বন্দি বিনিময়ের শর্ত হিসেবে প্রথম দিনে ৩ জন ইসরাইলি জিম্মি ও ৯০ জন ফিলিস্তিনি বন্দির মুক্তি পান। এ নিয়ে সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেন হামাস নেতা মোহাম্মদ নাজ্জাল।